দেশে ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক লীগ সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল করেছে কৃষক লীগের সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা কৃষক লীগের সভাপতি মো. তসলিম সিকদার ও সাধারণ সম্পাদক খন্দকার শামসুল ইসলাম বাবুলের নেতৃত্বে আনন্দ মিছিল শুরু করে। এ আনন্দ মিছিল উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে মিছিল শেষ করে, সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মো. তসলিম সিকদার, সিনিয়র সহ সভাপতি গাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান, সরদার সোহরাব হোসেন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শুভ্রত শীল, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি কালাম ফকির, সাধারণ সম্পাদক মো. নূরে আলম জলিল, সদস্য ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লা প্রমুখ।