কুড়িগ্রামের উলিপুরে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কাজীপাড়া গ্রামে উলিপুর-রাজারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাজিয়া সুলতানা রিনতি। রিনতি উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজী পাড়া গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে।
এ ঘটনায় মিনিবাস এবং বাসের চালক খলিলুর রহমানকে (৪০) আটক করা হয়েছে। এছাড়া নিহত শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য জেলা শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির।
তিনি আরও জানান, রিনতি রাস্তার পশ্চিম দিকে অবস্থিত বড় আব্বুর বাড়ি থেকে পূর্ব দিকে অবস্থিত নিজের বাড়িতে ফেরার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় উলিপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী মিনিবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলে রিনতির মৃত্যু ঘটে।
থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।