রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।
অগ্নিকাণ্ডে কোনো নিহত বা আহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। এছাড়া কীভাবে আগুনের সূত্রপাত সে ব্যাপারেও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।