কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী যোগব্যায়াম প্রশিক্ষণ। সুস্থ দেহ-ও মন গঠনের মাধ্যমে আত্মপ্রত্যয়ই হিসেবে গড়ে তুলতেই এমন আয়োজন বলে জানান আয়োজকসহ সংশ্লিষ্টরা।
ভোরের আলো ফোটার আগেই কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম স্টেডিয়ামে হাজির কয়েক’শো কিশোর-কিশোরী। সুস্থ দেহ-মন গঠনের মাধ্যমে নিজেকে আত্মপ্রত্যয়ই হিসেবে গড়ে তুলতেই যোগ ব্যায়ামের কলাকৌশল রপ্ত করার চেষ্টা তাদের।
যোগাসন করুন-সুস্থ থাকুন এ প্রতিপাদ্য নিয়ে জেলা ক্রীড়া অফিস প্রথমবারের মতো আয়োজন করে ইয়োগা প্রশিক্ষণের। প্রশিক্ষণার্থীরা জানান, এমন আয়োজন শুধু খেলার মাঠেই নয়, কাজের লাগবে উন্নত জীবন গঠনেও।
বড়দের হাত ধরে ইয়োগা প্রশিক্ষণে অংশ নেয় শিশুরাও।
প্রশিক্ষণের মাধ্যমে সুস্থ দেহ ও সতেজ মন গঠন করে জীবনে সমৃদ্ধি আনা সহজ বলে মনে করেন প্রশিক্ষকরা।
জাতীয় পর্যায়ে ইয়োগা প্রতিযোগিতায় অংশ নিতে ছেলে-মেয়েদের উপযোগী করে গড়ে তুলতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানালেন, জেলা ক্রীড়া অফিসার।
সকালের অনুশীলনে দুই শতাধিক খেলোয়াড়সহ তিনটি ব্যাচে কয়েকশো বিভিন্ন বয়সী নারী ও পুরুষ অংশ নেন।