২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নিতে পিরোজপুরে ২ হাজার ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সার ও বীজ বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)।
এরআগে মন্ত্রী উপজেলা চত্বরে ২০১৯-২০ অর্থ বছরে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন সদর উপজেলার ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করেন।
এছাড়া ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন শ ম রেজাউল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক। মেলায় অংশগ্রহণকারীদের পুরষ্কার প্রদান শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী।
সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন ধরণের বৈজ্ঞানিক উপকরণ মেলায় প্রদর্শন করেন। মেলায় সদর উপজেলার ২টি কলেজ, ১১টি স্কুলসহ ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে।