মৌলভীবাজারে নারী জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও মর্জিনা আক্তারের সঞ্চালনে এ সংলাপে প্রথমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলি বেগম।
এরপর এ বিষয়ে বিশ্লেষণ ধর্মী বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফখরুল ইসলাম, জাসদ জেলা শাখার সভাপতি মো. আব্দুল হক, সাংবাদিক খালেদ চৌধুরী, সালেহ এলাহী কুটি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিন রহমান, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যামলী দত্ত।
এছাড়া জেলার সাতটি উপজেলার ইউনিয়ন ও উপজেলা পরিষদের মহিলা জনপ্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, নারী আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে। আর এ যোগ্যতা অর্জিত হলে সমাজ তাকে এমনিতেই মূল্যায়ন করবে।