নাটোরের গুরুদাসপুরে পেট্রলপাম্প থেকে এনায়েত হোসেন নামে সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সাবেক পুলিশ সদস্য এনায়েত সোমবার রাতে ঢাকা থেকে মিনি ট্রাক নিয়ে মেহেরপুর রওনা দেন। মধ্যরাতে ট্রাকটি নাটোরের গুরুদাসপুর উপজেলার হাঁসমারি এলাকার একটি পেট্রলপাম্পে পার্কিং করে তার মধ্যে ঘুমিয়ে পড়েন। সকালে ট্রাকের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে সেখানকার লোকজন পুলিশে খবর দেন।
লিটন কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এনায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে মৃত্যুর কারণ সঠিকভাবে নিশ্চিত করতে মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এনায়েত হোসেন বাগেরহাট জেলার বাসিন্দা। ২০১৪ সালে বাংলাদেশ পুলিশ থেকে অবসর নেন। তিনি নিজেই ট্রাক চালাতেন বলে জানান পুলিশ সুপার।