‘ওম: দ্য বাটল উইদিন’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন প্রয়াত সুশান্ত সিংয়ের নায়িকা সাঞ্জনা সাংঘি। এবার আদিত্য রায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এ নায়িকাকে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
সুশান্তের সঙ্গে ‘দিল বেচারা’ সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সাঞ্জনা। নতুন সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। বলিউডের একটি সিনে ম্যাগাজিনকে সাঞ্জনা বলেন, ‘অনেকদিন ধরেই বহু চিত্রনাট্য শুনছি। কিন্তু কোনোটাই মনে ধরছিল না। অবশেষে ওম-এর স্ক্রিপ্ট পছন্দ হল।’
সাঞ্জনা মনে করেন, নতুন এ সিনেমাটি তার ক্যারিয়ারের জন্য লাভজনক হবে। দারুণ একটি কর্মাশিয়াল সিনেমা হবে ‘ওম: দ্য বাটল উইদিন’।
জানা গেছে, সাঞ্জনা এ সিনেমায় দুর্দান্ত সব অ্যাকশন করবেন। জি প্রডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমাটির শুটিং শুরু হবে ডিসেম্বর মাসে।
কপিল ভার্মা পরিচালিত এ সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে সাঞ্জনা বলেন, ‘প্রতিটি ভারতীয় মেয়ে নিজেকে যেমন দেখতে চায়, আমার চরিত্রটিও ঠিক তেমন। হিন্দি সিনেমায় এমন চরিত্র আগে দেখা যায়নি।’