পিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ মো. আলম হাওলাদার (৫০) ও তার ছেলে নাছিম হাওাদার ওরফে রেজাউল (২০) নামে বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কাউখালী থানা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আলম হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের দেয়া তথ্য মতে রান্না ঘরের পাশের মাটির নিচে বাঙ্কারের ভেতর থেকে ৩টি বিস্কুটের টিনে রাখা ৮টি পলিথিনে মোড়ানো গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। ওই সব প্যাকেটে ৫ কেজির গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।