রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৭/৮ মাস বয়সী এক প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১১ টার দিকে শিশুটিকে উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। শিশুটি এখন পুলিশ হেফাজতেই রয়েছে।
সাত থেকে আট মাস বয়সী এই নিষ্পাপ মেয়ে শিশুকে চাদরে জড়িয়ে কে বা কারা রাতের অন্ধকারে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাতেই শিশুটিকে উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। এ সময় শিশুটির পাশ থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে পাওয়া যায় শিশুটির কিছু জামাকাপড়।
পরে পরম মমতায় শিশুটিকে কোলে তুলে নেন পুলিশ কনস্টেবল ফিরোজা। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। চিকিৎসা শেষে শিশুটিকে আবারও রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। প্রতিবন্ধী হওয়ার কারণেই শিশুটিকে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কে বা কারা শিশুটিকে স্টেশনে ফেলে গেছে সিসিটিভির ফুটেজ দেখে তা সনাক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রকিব উল হোসেন। তিনি বলেন, অভিভাবক খুঁজে পাওয়া না গেলে শিশুটিকে রাজধানীর কোন একটি আশ্রয় কেন্দ্রে রাখা হবে।