গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ করেন নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব।
মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবু বকর প্রধান নৌকা, বিএনপি আবুল কালাম ধানের শীষ ও জাপা মুজিবুর রহমান দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দ পান।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব নারিকেল গাছ, স্বতন্ত্র হাবিবুর রহমান ইসলাম জগ ও স্বতন্ত্র মো. আমিনুল ইসলাম দুদু পেয়েছেন কম্পিউটার প্রতীক।
এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ওই পৌরসভায় মেয়র পদে ছয়জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং নারী ভোটার ১৬ হাজার ২৬৮ জন। আগামী ১০ ডিসেম্বর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।