ফিলিস্তিনের গাজা শহরে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদে নারী বক্সারদের অংশগ্রহণে এক বক্সিং প্রতিযোগিতা। যেখান থেকে বাছাই করা হবে দেশটির জাতীয় নারী দলের বক্সার। পুরুষদের পাশাপাশি ফিলিস্তিনে নারীরাও এগিয়ে যাবে। বিশ্ব অঙ্গনে সুনাম কুড়াবে এমনটি প্রত্যাশা দেশটির বক্সিং ফেডারেশনের।
বক্সিং প্রতিযোগিতা নিয়ে ফিলিস্তিন বক্সিং ফেডারেশনের ডেপুটি চেয়ারম্যান আলি আবদেল শফি বলেন, 'এই টুর্নামেন্ট থেকে আমরা এমন কিছু বক্সার নির্বাচন করবো, যারা কুয়েতে চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের হয়ে লড়বে। আশা করি ফেব্রুয়ারিতে এই চ্যাম্পিয়নশিপ শুরু হবে।'
প্রশিক্ষক ওসামা আইয়ুব জানান, 'আমাদের এই টুর্নামেন্টে মোট ৪৫ জন মেয়ে প্রতিযোগী আছে। এদের বয়স ৭ বছর থেকে ১৭ বছর পর্যন্ত।'
প্রতিযোগী মালাক মেসলেহ জানান, 'এটা আমার জীবনের প্রথম কোন প্রতিযোগিতা যেখানে আমি অংশ নিয়েছি। খুব ভয় লাগছে এতো মানুষের সামনে নিজের সেরা পারফর্মটা দিতে। একই সঙ্গে আনন্দও লাগছে।'
প্রতিযোগী হালা আইয়ুব বলেন, 'বক্সিং আমাকে আত্মরক্ষায় সাহায্য করে। খারাপ শক্তিকে কি করে কাজে লাগাতে হয় তার শিক্ষা দেয়। সবচেয়ে বড় কথা নিজেকে বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে।'