করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বগুড়ার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১২ টি উপজেলায় একযোগে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসন চত্বরের বটতলায় সচেতনতামূলক ক্যাম্পেইনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সালাউদ্দিন, পৌর মেয়র মাহবুবর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, ডা. সামির হোসেন মিশু প্রমুখ। অনুষ্ঠানে স্কাউটস, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বক্তারা সামাজিক দূরত্ব বজাই রাখাসহ মাস্ক পরিধানের উপর গুরুত্বারোপ করেন। পরে শহরের সাতমাথায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।