করোনাকালের চোখ রাঙানি এড়িয়ে প্রায় সব ক্রিকেট দল মাঠে নেমেছে। কিন্তু দেশে কিংবা বিদেশে দলগুলোকে থাকতে হচ্ছে বায়ো বাবল সুরক্ষার মাঝে। তবে রাবাদার এটাকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সবসময় নজরদারির মধ্যে থাকতে কতদিনই বা ভালো লাগে বলুন।
আইপিএল খেলতে গিয়ে ১১ সপ্তাহ বায়ো বাবলে ছিলেন। সারাক্ষণ বায়ো বাবলে থাকাটা মোটেও পছন্দ নয় দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার। এটাকে তিনি কারাগার হিসেবে আখ্যা দিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে মুক্তি চেয়েছেন।
সামনেই দক্ষিণ আফ্রিকার রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। সেখানে থাকতে হবে বায়ো বাবলে । যেটাকে কারাগার মনে হয় আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির।
রাবাদা বলেন, 'সারাক্ষণ বায়োবাবলে থাকাটা বেশ কঠিন। এটাতে আমার মনে হয় স্বাধীনতা নষ্ট হয়। এটাকে আমি কারাগারই বলবো। তবে নিজেদের সুরক্ষার জন্য আমাদের এই নিয়ম মেনে চলতে হচ্ছে। কবে যে এর থেকে মুক্তি মিলবে জানি না।'
আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য নিয়মিত প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান তরুণ পেসার। সেখানে মানতে হচ্ছে করোনার আদব-কেতা।