পিরোজপুরের ইন্দুরকানিতে পাঁচ বস্তা ওএমএসের চালসহ দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ওএমএস ডিলার মোহাম্মদ বাহারুল রোববার রাতের আঁধারে ৫ বস্তা চাল আশ্রাব আলীর দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ সময় স্থানীয়রা বাহারুল ও বহনকারী রিকশাচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আশ্রাব আলীর দোকান তল্লাশি করে ওএমএসের চালের ৬টি খালি বস্তা উদ্ধার করা হয়।