দ্বিতীয় দিনের মত অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন কাতার বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে কাতার সফরে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল, অনুশীলনের শুরুতে বাদল রায়ের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন খেলোয়াড়রা, মাঠের অনুশীলন ও জিমের মধ্যেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জামাল ভূঁইয়ারা।
কাতারের খলিফা ফুটবল স্টেডিয়ামের চমৎকার প্রকৃতিও হৃদয় স্পর্শ করতে পারছেনা জামাল ভুইয়াদের। সবার মাঝেই থমথমে ভাব। না ফেরার দেশে চলে গেছেন সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায়। তার মৃত্যুতে শোকের ছায়া মামুনুলদের চোখেমুখেও। এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় অনুশীলন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম বলেন, 'সকল প্লেয়ার খবই শোকাহত। আমরা এমন একজন মানুষ হারিয়েছে যে আমাদের সবার বড় ভাই এবং অভিবাবকের মত ছিল ।'
কোয়ারেন্টিন সহ নানা জটিলতায় অনুশীলনে কিছুটা ঘাটতি তৈরি হওয়ায়, এদিন ফুটবলারদের ফিটনেস সম্পর্কে সঠিক ধারণা পেতে করা হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। ফিটনেসে সন্তুষ্ট কোচ ইভান রাজলগ। ফুটবলাররাও কাতারের কন্ডিশনে মানিয়ে নিতে চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। ২৫ নভেম্বর প্রস্তুতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেয়ায় কোন ঘাটতি রাখকে চাননি জামাল ভুঁইয়ারা।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, 'আগে ইয়ো ইয়ো টেস্ট করছি, ফিটনেস টেস্ট করছি। কারণ অনেক ধরে আমরা মাঠের বাইরে। তাই কোচ, স্টাফরা দেখতে চাই আমাদের ফিটনেস লেভেল দেখতে চাই।
এদিকে, বাংলাদেশ ফুটবল দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কাতারে বাংলাদেশ দূতাবাস। দলের ভাল ফলাফলের অপেক্ষায় আছেন দূতাবাসে নিযুক্ত কর্মকর্তারাও।
বাংলা দেশ দূতাবাসে কাতারের পলিটিক্যাল ও ইকোনো কাউন্সিলর মাহবুব রহমান বলেন, 'তাদের সাথে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা অত্যন্ত আশাবাদী কাতারের জাতীয় ফুটবল দলের সাথে বাংলাদেশ জয়লাভ করবে।'
কাউন্সিলর পলিটিকাল ও ইকোনমিক বাংলাদেশ দূতাবাস কাতার।
৪ ডিসেম্বর কাতারের সাথে বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচে অনুষ্ঠিত হবে আল দোহেল স্পোর্টস ক্লাব, আব্দুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে।