হবিগঞ্জের বানিয়াচংয়ে জুয়া খেলার অপরাধে ৪ জনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি অভিযান চালিয়ে তাদের আটক করেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদ থেকে প্রায় ২৫ কিলোমিটার দুরে হিয়ালা বাজারে অভিযান চালানো হয়। এসময় ৪ জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ৪ জুয়ারিদের জুয়া আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।