গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের কাচির আঘাতে প্রাণ হারালো তারই আপন ছোট ভাই।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে এ ঘটনা এটি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে আদম আলীর সাথে তার আপন ছোট ভাই শাপলা মিয়ার মধ্যে চারশতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৯ টার দিকে ঢোলভাংগা বাজারের জিয়া টেইলারিং এর সামনে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির সূত্রপাত হয়। এক পর্যায়ে বড় ভাই আদম আলী টেইলার্স থেকে একটি কাচি বের করে ছোট ভাই শাপলার বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান।