নারী ফুটবলের উন্নয়নে আগামী ৪ বছরের জন্য নির্দিষ্ট একটি ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে বাফুফে। জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। নির্দিষ্ট কোনো অঞ্চল নিয়ে নয়, ফুটবলকে এগিয়ে নিতে বাফুফে বর্তমানে জেলাভিত্তিক কাজ করছে বলে জানান তিনি।
এদিকে, লিগে ভালো পারফর্ম করা ফুটবলারদের বাছাই করে জাতীয় দলের জন্য প্রস্তুত করার পরিকল্পনাও আছে বাফুফের।
বেশ ক’বছর ধরেই নারী ফুটবলের উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এমনকি ফিফার কর্মসূচিতেও নারী ফুটবল গুরুত্ব পাচ্ছে। নানা আয়োজনের পাশাপাশি এ খাতে আর্থিক প্রনোদনাও বাড়িয়েছে ফিফা।
বয়সভিত্তিক ফুটবলে অনেকটাই উন্নতি করেছে দেশের মেয়েরা। তাদের কল্যানে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিরোপাও ঘরে তুলেছে তারা। তবে, নারী ফুটবল লিগ আয়োজনে পিছিয়ে ছিলো বাফুফে। করোনার আগে ৬ বছর পর মাঠে গড়িয়েছিলো নারী লিগ। কিন্তু কয় ম্যাচ পরই আবারো করোনার কারণে থেমে যায় সেটা। পরে আবারো শুরু হয়েছে লিগ।
তাই, নারী ফুটবল লিগ যাতে নিয়মিত হয় সেজন্য দীর্ঘ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বাফুফে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, লিগ, জাতীয় দলের খেলা সব কিছুর জন্য আমাদের একটি দীর্ঘ পরিকল্পনা আছে। আমরা ডিসেম্বরের মধ্যে ক্যালেন্ডার করছি। যাতে ক্যালেন্ডার মেনে আমরা খেলা চালিয়ে যেতে পারি।
এদিকে, লিগে অংশ নেয়া ফুটবলারদের খেলা পর্যবেক্ষণ করছেন কোচরা। পরবর্তীতে বাছাইকৃত ফুটবলারদের জাতীয় দলের জন্য তৈরি করা হবে বলেও জানান সাধারণ সম্পাদক।
সোহাগ বলেন, কোচরা খেলা পর্যবেক্ষণ করছেন। আমাদের কাছে লিস্ট আছে কারা ভালো খেলছে। তাদেরকে আমরা যাবতীয় ট্রেনিং দিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত করবো।
এছাড়া, নির্দিষ্ট কোন অঞ্চল নিয়ে কাজ করতে চায় না বাফুফে। বর্তমানে জেলাভিত্তিক কাজ করা হচ্ছে বলেও জানান সাধারণ সম্পাদক।
সোহাগ বলেন, আমরা জেলাভিত্তিক কাজ করছি। একটি জেলাকে নিয়ে কাজ করলে ফুটবলের উন্নতি হবে না। তাই প্রতিটি জেলায় আমরা কাজ করবো।
এবার ৭টি দল নারীদের লিগে অংশ নিচ্ছে।