যথা সময়ে অফিস না করার অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের সময় মতো (সকাল ৯-৫টা) অফিসে উপস্থিত ও প্রস্থানের পাশাপাশি মুভমেন্ট রেজিস্ট্রার মেইনটেইনের জন্য নির্দেশনা জারি করেছেন ‘নিয়ম না মানা’ কর্মকর্তা।
কোনো ইনফরমেশন ছাড়া কর্মকর্তা কর্মচারীর অবহেলাজনিত ব্যত্যয় হলে তার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে এমন নির্দেশনা দিয়ে সোমবার (২৩ নভেম্বর) নোটিশ দেন পলাশবাড়ি উপজেলার ‘নানা অভিযোগে অভিযুক্ত’ শিক্ষা কর্মকর্তা একেএম আব্দুস ছালাম।
এর আগে রোববার পলাশবাড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা, হিসাবরক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বেলা সাড়ে এগারোটা পর্যন্ত তাদের দপ্তরে অনুপস্থিত পাওয়া যায়।
এ ব্যাপারে সময় সংবাদে খবর প্রচার হলে সোমবার নির্দেশনা জারি করা হয়। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিসে দায়িত্ব পালন করার কথা থাকলেও সময় সংবাদের প্রতিবেদক পলাশবাড়ি উপজেলা পরিষদে গিয়ে রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে দশটার পরও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও হিসাব রক্ষকের আসন ফাঁকা পড়ে থাকতে দেখেন।
পলাশবাড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমবায়, সমাজসেবা, পাট অধিদফতর, মৎস্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতরেও একই চিত্র ছিল। দিনাজপুর থেকে অফিস করায় বেলা ১১টার পরও সাক্ষাৎ মেলেনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের। এসময় সেবা প্রত্যাশীদের বিভিন্ন দপ্তরের সামনে অপেক্ষা করতে দেখা যায়।
তবে ভিন্ন চিত্র ছিল উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান ও মহিলাবিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের দপ্তরে। তারা সাধারণ মানুষকে বিভিন্ন সেবা দিতে ব্যস্ত সময় পার করছিলেন। সময় সংবাদের উপস্থিতি জানতে পেরে নিজ কার্যালয়ে না গিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলা পৌনে ১২টার দিকে অফিসার্স ক্লাবের সামনে অবস্থান নিলে দেরিতে আসার কারণ জানতে চান সময় সংবাদের প্রতিবেদক। এসময় সময় সংবাদের মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।
পলাশবাড়ি উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, মানুষের সেবা দিতে যারা দায়বদ্ধ, বিবেকের তাড়নায় তাদের সময় মেইনটেইন করে অফিস করা প্রয়োজন। কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে সেবা প্রত্যাশী মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তারা নিয়মনীতি মেনে অফিসে উপস্থিত থেকে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করছেন কি-না, তা মনিটরিং করে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।
নির্দেশনা জারির ব্যাপারে পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন বলেন, রোববার সময় সংবাদে খবর প্রচারের পর উপজেলা কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি থাকার বিষয়ে মৌখিক অলোচনা হয়েছে। সোমবার নোটিশ জারির বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে খবর নিয়ে জানাবেন।