পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের জেলাস্তরে বহু নেতা-কর্মী থাকলেও, কেন্দ্রে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই একক কর্তৃত্ব। তবে গত কয়েক বছর ধরে তৃণমূলে মমতার ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বেড়েছে চোখে পড়ার মতো। এ কারণে মমতা ছাড়াও বিরোধীদের অন্যতম প্রতিপক্ষ অভিষেক।
১৯৮৭ সালে জন্ম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাত্র ২৬ বছর বয়সে তৃণমূলের যুব নেতা হিসেবে রাজনীতিতে পা রাখলেও পরপর দুবারের সংসদ সদস্য অভিষেক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে তিনি।
প্রথম দিকে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া না হলেও, গেল ৫ বছর ধরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তরুণ এই নেতা। আর এতে স্বাভাবিকভাবেই কিছুটা ক্ষুব্ধ তৃণমূলের সিনিয়র নেতারা। অন্যদিকে প্রধান বিরোধী বিজেপিরও নিশানায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপি নেতাদের দাবি, অভিষেকই তৃণমূলের ধ্বংসের কারণ। তবে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীনদের পাল্টা দাবি, তরুণ এই নেতাকে রাজনৈতিকভাবে ধ্বংস করতেই বিজেপি পরিকল্পনা করে কুৎসা রটাচ্ছে।
তৃণমূল নেতা অভিষেককে নিয়ে কিছু বিতর্ক থাকলেও, আসন্ন বিধানসভা নির্বাচনে এই তরুণ নেতা রাজনৈতিক মাঠে বড় ধরণের প্রভাব বিস্তার করবেন বলেই ধারণা করা হচ্ছে।