রংপুরে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং খোলা রাখার দায়ে নিউরন, ক্যাম্পাস ও মেধাসিঁড়ি নামে তিনটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও র্যাব।
এসময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, করোনার বিস্তার রোধে যেখানে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেখানে রংপুরে কতিপয় কোচিং সেন্টার খুলে ব্যবসা করছে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও র্যাবের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়। নিউরন, ক্যাম্পাস ও মেধাসিঁড়ি নামে ৩টি কোচিং সেন্টার সিলগালা করে এসব পরিচালনার সঙ্গে জড়িতদের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়।