মৌলভীবাজার জেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে জেলা সদর এবং সব উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ১২টি পয়েন্টে একজন করে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাতটি উপজেলায় মাস্ক ব্যবহার না করে চলাফেরার অপরাধে ২৬০টি মামলা করা হয়। একই সাথে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিককে ৪১ হাজার চারশো টাকা জরিমানা প্রদান করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, এ ভ্রাম্যমাণ আদালত চলমান একটি প্রক্রিয়া এটি অব্যাহত থাকবে।
এছাড়া অভিযানে পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পরামর্শ প্রদান করা হয়। সেই সাথে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।