ফেনীতে অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগ। এ সময় ব্যবহারকারীদের জরিমানা এবং এই চক্রের একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সদরের লাল-পোলের পাশে পশ্চিম সিলোনীয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে প্রায় তিন কিলোমিটার অবৈধ গ্যাসের পাইপ উপড়ে ফেলা হয়। বিচ্ছিন্ন করা হয় ১৪টি গ্যাস সংযোগ।
স্থানীয়রা জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ফেনী অফিসের ঠিকাদার দিদার ও শিমুল মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছিলো।
অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।