করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যঝুঁকি থাকার পরও কর্মীদের জোরপূর্বক কর্মক্ষেত্রে যোগ দেয়ানোর অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির কনটেন্ট মডারেটর হিসেবে কর্মরত ২শ' জন কর্মী এই অভিযোগ তুলেছেন। একটি খোলা চিঠিতে এই অভিযোগ জানিয়েছেন তারা। যেখানে বলা হয়েছে, প্রয়োজন ছাড়াই শুধুমাত্র মুনাফার কারণে এই কাজ করছে ফেসবুক।
একই সঙ্গে তারা তাদের কর্মসংস্থানের প্রতিষ্ঠান ফেসবুককে নিরাপদ দূরত্ব থেকে কাজ করতে আরও সুবিধা দেয়ার দাবিও জানিয়েছেন। এর মধ্যে একটি যেমন ঝুঁকি ভাতা।
তবে, ফেসবুক জানিয়েছে বেশিরভাগ কন্টেন্ট রিভিয়ার বাড়ি থেকেই কাজ করছেন। তবে, প্রতিষ্ঠানটি এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে আন্তরিকভাবে আলাপ-আলোচনার পক্ষে বলে জানানো হয়েছে। এবং এটা সত্যিই দরকার বলে জানিয়েছেন ফেসবুকের মুখপ্রাত্র।
তিনি জানান, বিশ্বব্যাপী ১৫ হাজার কনটেন্ট রিভিউয়ার বাসা থেকে অফিস করছেন। মহামারির মধ্যে এভাবে কাজ করার সময়সীমা আরও বাড়ানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে করোনাকালে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গত আগস্টে ফেসবুক ঘোষণা দিয়েছিল ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত বাসা থেকে তাদের কাজ চালিয়ে যেতে পারবেন।