নেপালের বিপক্ষে জয়ের পর অনুশীলনে ফুরফুরে ফুটবলাররা। তবে মাঠে আসেননি প্রথম ম্যাচের একাদশে খেলা অধিকাংশ ফুটবলার। দ্বিতীয় ম্যাচের জন্য নতুন করে ২৩ সদস্যের স্কোয়াড দিবেন জেমি ডে । কাতার ম্যাচের আগে সবাইকে সুযোগ দেয়াটাকে ইতিবাচক বললেন সাবেকরা।
ছুটির দিনের বিকেলেও প্রাণোচ্ছল বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার (১৩ নভেম্বর) ম্যাচ জয়ের আনন্দ তখনও চোখে-মুখে লেগে আছে। দীর্ঘদিন পর এমন একটা জয় ভুলিয়ে দিয়েছে গ্লানি। মাথা থেকে নামিয়ে দিয়েছে রাজ্যের চিন্তা।
প্রথম ম্যাচ জয়ে এদিন দলীয় অনুশীলনে আসেননি নেপালের বিপক্ষে ম্যাচ খেলা বেশির ভাগ ফুটবলার। হোটেলে জিম করেই সময় কাটিয়েছেন সাদউদ্দিন-জামাল ভুঁইয়ারা। হেড কোচ জেমি ডের অধীনে মাঠে আসেন ১৮ ফুটবলার। তবে ব্যতিক্রম প্রথম ম্যাচে বদলি হিসেবে খেলা ইয়াসিন খান ও বিপলু আহমেদ। নিজ তাগিদে ম্যাচের পরদিনও অনুশীলনে এসেছিলেন তারা।
ট্রেনিং সেশনের শুরুতে গা গরম করেন ফুটবলাররা। প্রথম ম্যাচ জয়ে অনুশীলনে নির্ভার পাপ্পু-মামুনুলরা। কিছুক্ষণ পাসিং- ড্রিবলিং করে নিজেদের ঝালাই করে নিলেন। এরপর দল বেঁধে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের নির্দেশনা মোতাবেক মিনিট বিশেক চলল রানিং। ফিটনেস ঘাটতি কাটিয়ে উঠতে প্রাণান্তকর চেষ্টা লাল সবুজের প্রতিনিধিদের।
এদিন অনুশীলনে ফিরেছেন দলের বারপোস্টের নিচে থাকা পরীক্ষিত সেনানি আশরাফুল ইসলাম রানা। করোনা পরীক্ষার জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। কোমড়ের ইনজুরির জন্য ক্যাম্প ছেড়েছেন গোলরক্ষক শহিদুল ইসলাম। গোলকিপার কোচ লেস ক্লেভেলির অধীনে নানা কৌশল রপ্ত করলেন।
দ্বিতীয় ম্যাচে হেড কোচ জেমি ডে নতুন করে ২৩ সদস্যের স্কোয়াড দিবেন। বাতাসে জোর গুঞ্জন, সবাই যেন কাতার ম্যাচের আগে সুযোগ পায়, সেজন্য প্রথম ম্যাচের একাদশের বাইরে সুযোগ দেয়া হবে । সাবেকদের মতে যেটা ইতিবাচক। এ প্রসঙ্গে জাহিদ হাসান এমিলি বলেন, ‘নতুন প্লেয়ার খেলবে, তাদের প্রমাণ করার একটি সুযোগ থাকবে। তারা কিন্তু সবাই ফ্রেশ লেগ। তারা শতভাগ দিয়ে খেলতে পারবে সেটি কিন্তু বলাই যায়। কোচ সেদিক হয়ত বিবেচনা করে দেখেছে, নতুন দল খেললে হয়ত তাদের পুরোটা দিয়ে খেলার সুযোগ থাকবে। নতুন প্লেয়াররা হয়ত ভালো একটি ফলাফল এনে দিতে পারে।’
বাংলাদেশ দল অনুশীলন করলেও এদিন অনুশীলন করেনি নেপাল জাতীয় ফুটবল দল।