সাতক্ষীরার কালিগঞ্জের কাঁকশীয়ালি নদীতে এক জেলের জালে প্রায় ৩০ কেজি ওজনের দুর্লভ প্রজাতির একটি মাছ আটকা পড়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে চিত্তরঞ্জন মণ্ডল ওরফে মঙ্গল নামের ওই জেলের বেইনজালে মাছটি ধরা পড়ে।
পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের কাছে নিয়ে এলে খাওয়ার উপযোগী না হওয়ায় তিনি মাছটি মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।
এর আগে মাছটি ধরা পড়ার পর মাছটি দেখার জন্য ওই জেলের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।
এ বিষয়ে জেলে চিত্তরঞ্জন মণ্ডল বলেন, কাঁকশিয়ালী নদীর ঘোষখালী চেটাপুকুর এলাকার নদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আমার জালে মাছটি ধরা পড়ে। পরে আমি মাছটি বাড়িতে নিয়ে আসি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার ও গ্রাম পুলিশদের মাধ্যমে মাছটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম মাছের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি বিরল প্রকৃতির একটি মাছ ধরা পড়েছে।