ঠাকুরগাঁওয়ে যুবক রেজাউলকে পুড়িয়ে হত্যা মামলায় তিন বন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবির এ রায় দেন।
এ সময় আসামি সুইট আলম ও পলাশ আদালতে উপস্থিত ছিল। তবে জামিনে থাকা অপর আসামি জামিল পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৫ মার্চ রাতে দিনাজপুরের রেজাউল আলম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর কৈমারী গ্রামে বন্ধু হাসান জামিলের বাসায় যান। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল হাতিয়ে নিতে বন্ধু জামিল, সুইট আলম ও পলাশ তাকে বাঁশঝাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ ঘটনায় পুলিশের এসআই আবু তালেব মামলা করলে, তদন্ত শেষে নিহতের তিন বন্ধুর বিরুদ্ধে একই বছরের ২৪ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় দেন বিচারক।