নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের দ্বিতীয় দফায়ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল জানান, নারী নির্যাতন মামলায় ভিকটিমের ২২ ধারায় জবানবন্দিতে মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের নাম উঠে আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার জামিনের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় নিজে নিজের পক্ষে শুনানি করে। শুনানি শেষে বিজ্ঞ বিচারক সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এরআগে গত ১৩ অক্টোবর সে প্রথম জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছিল।