ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবীর হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পিরোজপুরে সকাল সাড়ে ১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সমানে থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে মিছিল শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য মো. নজরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মো. আল-আমীন হোসোইন, জেলা ওলামায়ে মাসায়েক আয়াম্মায় পরিষদ সভাপতি মা. মো. রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা (উত্তর) সভাপতি হাফেস মো. জাফর হোসাইন।
বক্তারা এ সময় ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা, বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত, যা বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে।
সকালে সরকারি মাদারীপুর কলেজ মাঠ থেকে ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একইস্থানে সমাবেশ করেন তারা। একাধিক ইসলামী সংগঠনের ব্যানারে কয়েক হাজার মুসল্লী বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসল্লীদের এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্যও বর্জনের ঘোষণা দেন।
মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও বাক স্বাধীনতার নামে ফ্রান্সের নাস্তিকতা ও ধর্মহীনতার প্রতিবাদে ঝালকাঠিতেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সকালে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন কেন্দ্রীয় শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মুছলিহীন কেন্দ্রীয় শাখার সভাপতি ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ-আলমের সভাপতিত্বে প্রথমে শহরের কেন্দ্রীয় ঈদগা মসজিদে প্রতিবাদ সভা হয়।
এছাড়া সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গাতে এ কর্মসূচি পালন করা হয়েছে।