রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী গাড়ি উল্টে গুরুতর ৯ জন আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সাজেক যাওয়ার পথে সাজেক সড়কের হাউজপাড়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যাত্রীবাহী একটি হাইচ গাড়ি (ঢাকা মেট্রো চ-৪২২০) ঢাকা থেকে পর্যটক নিয়ে সাজেক যাচ্ছিল পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আহতদের স্থানীয় লোকজন ও নিরাপত্তা বাহিনী উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।