বার্সেলোনার তরুণ ফুটবলার আনসু ফাতি। গত মৌসুম থেকে লা লিগায় নিজেকে চেনানো শুরু করেছেন তরুণ এ ফুটবলার। এবার রেকর্ড গড়লেন এল ক্লাসিকোতে। প্রথমবারের মতো রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকো মাঠে নেমেছিলেন। মাঠে নেমেই ইতিহাস গড়েন আফ্রিকান বংশোদ্ভূত এই স্প্যানিশ ফুটবলার।
এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ৮ মিনিটে সমতাসূচক দুর্দান্ত এক গোল করেন তিনি। আর ওই গোলেই ইতিহাসের পাতায় ঠাঁই করে নেন আনসু ফাতি। মাত্র ১৭ বছর বয়সে এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন তিনি।
এর মাধ্যমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের রেকর্ড ভেঙেছেন ফাতি। এর আগে ১৯৪৭ সালে ১৯ বছর ২৩৩ দিন বয়সে রিয়ালের বিপক্ষে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। আর আনসু ফাতি গোল করলেন ১৭ বছর ৩৫৯ দিন বয়সে।
ব্যক্তিগত রেকর্ড গড়ার দিনে এল ক্লাসিকোয় আরেকটি ইতিহাস লিখলেন আনসু ফাতি। বার্সার হয়ে ৪০০তম গোলও এসেছে তার পা থেকে।
এ ছাড়া বার্সার হয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবেও গোল করার রেকর্ড তার। রেকর্ড আছে জাতীয় দলের হয়েও। স্পেন জাতীয় দলের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করেছন ফাতি, যা স্পেন জাতীয় দলের ইতিহাসে প্রথম।