দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিবিদ, আইনজীবীসহ দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। শনিবার (২৪ অক্টোবর) বায়তুল মোকাররম মসজিদের বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, পল্টনের তার বাসভবনে রাখা হয় মহরদেহ। সেখানে শ্রদ্ধা জানানো শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজার জন্য নেয়া হয়। আদ-দ্বীন হাসপাতালে প্রথম জানাজা সম্পন্ন হয়। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সবশেষ জানাজা শেষে বিকেলে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
শেষ শ্রদ্ধা জানাতে এসে রাজনীতিকরা বলেন, আইনজীবী রফিক-উল হক সবসময় পেশাদারত্বের পরিচয় দিয়েছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ১৫ অক্টোবর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রফিকুল হক। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।