টাঙ্গাইলে শুরু হয়েছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা দেখতে করোনা পরিস্থিতি উপেক্ষা করেই বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন।
দীর্ঘদিনের করোনা পরিস্থিতিতে মানুষদের একটু বিনোদন দিতে টাঙ্গাইল এসপি পার্ক এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন বয়সী মানুষ অনেকটা হারিয়ে যাওয়া এই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। খেলা দেখে মুগ্ধ তারা। এদিকে, খেলোয়াড়রাও তাদের নৈপূণ্য দেখিয়ে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করছেন। আগামীতে আবারও এমন আয়োজনের দাবি তাদের।
বিলুপ্তির পথে থাকা এই জাতীয় খেলা আগামীতেও আয়োজন করা হবে বলে জানিয়েছেন এবারের আয়োজক কমিটির সদস্য শাহজাহান মিয়া বাবু।
দু'সপ্তাহব্যাপী এবারের প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নিচ্ছে।