সাতক্ষীরায় চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার আসামি রাহানুর নেশা ও হতাশাগ্রস্ত ছিল বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এছাড়া দীর্ঘদিন পরিকল্পনা করে সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানান তিনি।
সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, সে বেকার ছিল, একটু হতাশাগ্রস্ত ছিল। এবং চ্যানলে দেখতো যেখানে বিভিন্ন ধরনের ক্রাইমের ঘটনাসমূহ দেখানো হয়। আবার কীভাবে পুলিশ সেবিষয়গুলো চিহ্নিত করে সেগুলোও দেখতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই চ্যানেলের খারাপ অংশগুলো নিয়েছে। এটা একবারেই কুল হেডেড হত্যাকাণ্ড ছিল।