যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গুম অপহরণের পরিকল্পনার পর এবার ডেমোক্র্যাট ভোটারদের বাড়িতে বাড়িতে হুমকি দিয়ে চিঠি দিচ্ছে ট্রাম্প সমর্থক বলে পরিচিত "প্রাউড বয়েস" নামে একটি সশস্ত্র গোষ্ঠী। অপরদিকে সংঘবদ্ধ "এন্টিফা" দল বিভিন্ন চার্চ ও রিপাবলিকানদের বাসাবাড়ি ভাঙচুর করছে বলে অভিযোগ। এদিকে বৃহস্পতিবার চূড়ান্ত বিতর্কে অংশ নেয়ার আগেই একে আবারও 'বিতর্কিত' ও 'নিরপেক্ষ নয়' বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জো বাইডেনের কোনো উল্লেখযোগ্য কর্মসূচি না থাকলেও তার হয়ে সরাসরি মাঠে প্রচারণায় নেমে ট্রাম্পের নীতিকে ব্যর্থ আখ্যা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
নির্বাচন ঘিরে এক মিনিটও সময় নষ্ট করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনে একাধিকবার বক্তব্য রাখছেন তিনি। জয় করার চেষ্টা করছেন ভোটারদের মন। বুধবার ২১ অক্টোবর নর্থ ক্যারোলাইনায় সমাবেশে বাইডেনকে "ঘুমন্ত" আখ্যা দিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ডেমোক্র্যাট এই নেতা জিতলে যুক্তরাষ্ট্র বামপন্থায় ভরে যাবে।
আরও পড়ুন: অক্সফোর্ডের টিকা নিয়ে প্রাণ গেল স্বেচ্ছাসেবকের
জো বাইডেনের হয়ে সশরীরে প্রচারণার নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার পেনসিলভানিয়ায় একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। বলেন, ট্রাম্প মার্কিন জনগণের ভালো চান না।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘আপনারা আমাকে দুইবার পেনসিলভানিয়া থেকে জিতিয়েছেন। আজ আমি আমার দলের দুই যোগ্য প্রার্থী বাইডেন ও কমলা হ্যারিসের জন্য আপনাদের রায় চাইতে এসেছি। ডেমোক্র্যাট দলীয় এই দুই প্রার্থী জিতলে মার্কিন নাগরিকরা স্বাস্থ্যসেবাসহ সুন্দর ভবিষ্যৎ পাবেন, যা ট্রাম্প দিতে ব্যর্থ হয়েছেন।’
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান মাইক পেন্স ও ডেমোক্রাট কমলা হ্যারিসও অংশ নেন আলাদা প্রচারণায়।
এদিকে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই সংঘাতপূর্ণ হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ। ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের বাড়িতে চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছে "প্রাউড বয়েজ" নামে সশস্ত্র সংগঠন। অপরদিকে বাইডেন সমর্থিত এন্টিফা নামে সংগঠনটি রিপাবলিকানদের বাড়িতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখছে এফবিআই। এরই মধ্যে ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। ইতোমধ্যে প্রায় তিন কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন। ভোট ফেরত জরিপে ট্রাম্পের থেকে এগিয়ে আছেন বাইডেন।
এসবের মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চূড়ান্ত ও সর্বশেষ বিতর্ক। দুই প্রেসিডেন্ট প্রার্থীই এই বিতর্কে অংশ নেবেন। যদিও একজনের কথার শেষে মাইক বন্ধ করে দেওয়ার নিয়ম এবং সঞ্চালকের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনে বিতর্ক অনুষ্ঠানের আগেই বিতর্কিত করে ফেলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।