ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামি বিএনপি নেতা রিয়াদ ৩ দিন এবং জাহাঙ্গীর, রাসেল ও মজিবুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) দুপুর দুইটায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাহবুবা আক্তার রিমান্ডের আদেশ দেন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, সুবিধাজনক সময়ে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, (১৭ অক্টোবর) শনিবার রাতে বাজারের চায়ের দোকানে সহযোগীদের নিয়ে চা খাওয়ার সময় মাসুদুর রহমান শুভ্রর ওপর সিএনজি অটোরিকশা করে আসা আট থেকে ১০ জন সন্ত্রাসী হামলা চালায়। শুভ্রকে এলোপাথাড়ি কুপিয়ে পালায় তারা। ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।