হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু কাল। তাই সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ার মৃৎশিল্পীরা ব্যস্ত শেষ মুহূর্তে প্রতিমার সাজসজ্জায়। করোনাকালীন এবারের পূজা শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। পূজামণ্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসছে দেবী দুর্গা। দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট পাল পাড়ার মৃৎশিল্পীরা। মৃৎশিল্পী তার নিপুণ হাতের ছোঁয়া আর রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন এক একটি প্রতিমা। পাল পাড়া থেকে জেলার বিভিন্ন পূজামন্ডপে অর্ঘ্য নিবেদনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমাগুলো।
করোনাকালীন সময়ে এবারের পূজা শুধমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিজয় দত্ত অলোক।
পূজামন্ডবগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম।
এবছর জেলায় ৪শ ৭৫টি পূজামন্ডবে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে।