ছয় মাস বন্ধের পর আবারো দর্শকের পদচারণায় প্রাণ ফিরেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে। দেশের বিভিন্ন স্থান থেকে পাল আমলের প্রাকৃতিক এ নিদর্শন দেখতে আসছেন তারা। বৌদ্ধ বিহারে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। পর্যটকদের বাড়তি সেবা নিশ্চিত করতে বেশ কিছু প্রকল্প হাতে নেয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য।
করোনার কারণে ৬ মাস বন্ধ ছিল পাহাড়পুর বৌদ্ধবিহার । এ সময় কোলাহলমুক্ত চারপাশের সবুজ মাঠটি সকালে হাজারো সাদা বকের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে।
গত ১৬ সেপ্টেম্বর পাহারপুর বিহারটি আবারো দর্শকের জন্য খুলে দেয়া হয়। বাড়তে শুরু করে পর্যটকদের আনাগোনা।
বৌদ্ধ বিহার চত্ত্বরে ফোটা বাহারি ফুল আর চারপাশের প্রাকৃতিক দৃষ্টিনন্দন পরিবেশ মুগ্ধ করছে দর্শনার্থীদের। তবে ইন্টারনেটসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তাদের।
ঘুরতে আসা পর্যটকদের জন্য বিভিন্ন উন্নয়নের প্রকল্প হাতে নেয়ার কথা জানালেন মহাদেবপুর-বদলগাছী নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. সলিম উদ্দিন তরফদার।
৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে পাল বংশের রাজা দ্বিতীয় ধর্মপাল এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।