করোনা থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই হোয়াইট হাউজে নির্বাচনী সমাবেশে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে গাইলেন নিজের গুণগান। করোনাকে চীনা ভাইরাস আখ্যা দিয়ে বললেন, পৃথিবী থেকে এরই মধ্যে উধাও হতে শুরু করেছে এই ভাইরাস। কিছুদিনের মধ্যেই এর কোন নামগন্ধই থাকবে না।
করোনায় আক্রান্ত হবার পর হোয়াইট হাউজে এই প্রথম সমাবেশে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন তিনি খুব ভালো আছেন।
যদিও এখনও করোনা থেকে পুরোপুরি মুক্ত হননি তারপরও মুখ থেকে মাস্ক খুলে বক্তব্য দেন ট্রাম্প। বলেন, চীনা ভাইরাস থেকে মুক্তি পেতে ভ্যাকসিন বাজারে আনতে খুব দ্রুত গতিতে কাজ করছেন বিজ্ঞানীরা, খুব শিগগিরই বাজারে আসবে। ভ্যাকসিন এলে পুরো বিশ্ব থেকেই চীনা ভাইরাস চলে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের কারণে সমালোচিত ট্রাম্প বললেন, কৃষ্ণাঙ্গসহ সব ধর্ম বর্ণের মানুষের প্রতি তার যথেষ্ট সম্মান এবং সমর্থন আছে।
তিনি বলেন, গত চার বছরে অপরাধ কমিয়ে আনতে সক্ষম হয়েছে তার প্রশাসন, আর এজন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। তবে ওবামা প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি ট্রাম্প।