করোনার কারণে প্রায় ছয় মাস বন্ধের পর আবারো পর্যটক মুখর হয়ে উঠছে প্রাচীন সভ্যতার নগরী বগুড়ার মহাস্থানগড়। দেশের বিভিন্ন স্থান থেকে আসছে দর্শনার্থী। কর্তৃপক্ষের আশা করোনার প্রভাব কেটে গেলে আবারো ভিড় করবেন পর্যটকরা।
প্রায় আড়াই হাজারের পুরনো সভ্যতার নগরী পুন্ড্রবর্ধন। কয়েক শতাব্দি পর্যন্ত এই স্থানটি ছিল মৌর্য,গুপ্ত,পাল ও সেন রাজাদের প্রাদেশিক রাজধানী। পরে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। প্রতিদিনই এই প্রাচীন সভ্যতার নির্দশন দেখতে দেশি বিদেশিরা ভিড় জমাতো।
কিন্তু করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর গত ১৬ সেপ্টেম্বর থেকে আবারো পর্যটক মুখর হচ্ছে। দীর্ঘদিন পর আসতে পেরে খুশী দর্শনার্থীরা।
বন্ধের কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে স্থানীয়ভাবে এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা।
কর্মকর্তাদের আশা, শিগগিরই আগের মত দেশি-বিদেশি পর্যটকে মুখর হয়ে উঠবে মহাস্থানগড়।
গোকুল মেদ বুকিং অ্যাসিটেন্ট আসাদুজ্জামান বলেন, আগের মত পর্যটক এখনও আসছে না।
মহাস্থান প্রত্নত্বত্ত বিভাগ করোনার আগের ৬ মাসে দর্শনার্থী থেকে রাজস্ব আয় হয়েছিল ৯০ লাখ আর গত ১৩ দিনে আয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।