মাত্র এক টাকার জন্য যাত্রীকে লাথি মেরে বাস থেকে ফেলে দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর জিইসি মোড়ে মানববন্ধন অংশ নেন শত শত মানুষ। এ সময় এমন বর্বর ঘটনা যেন আর না ঘটে তার জোর দাবি জানান তারা।
নিহত জসিমের মেয়ে অনামিকা বলেন, আমার বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হবে, এখন কে বানাবে আমাকে ডাক্তার?
অধরা স্বপ্ন নিয়ে চলে গেছে বাবা। অনামিকার চোখে এখন কেবলই অন্ধকার ভবিষ্যতের ছায়া।
মাত্র এক টাকার জন্য জসিমের মর্মান্তিক মৃত্যুর দাবিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর জিইসি মোড়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নেন শত শত মানুষ। ছিলেন পরিবার ও এলাকাবাসীও। বেপরোয়া হেলপার ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
নিহত জসিমের স্ত্রী বলেন, আমার স্বামীর মৃত্যুর সঙ্গে যারা জড়িত সবাইকে ফাঁসি দেয়া হোক।
এদিকে জসিমের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, দ্রুত সময়ে জসিমের হত্যাকারীর ফাঁসি চাই।
২৫ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদ থেকে বহদ্দারহাট যাওয়ায় সময় ১ টাকার জন্য নগরীর জিইসি মোড়ে যাত্রী জসিমকে লাথি মেরে বাস থেকে ফেলে দেন হেলপার। ২৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হেলপার আরিফ ও চালক রাকিবকে আটক করেন।
জসিমের ২ মেয়ে এক ছেলে রয়েছে। তিনি পটিয়ার অধিবাসী ছিলেন।