তালগাছের ডালে বসে সেই ডালই কাটলেন এক ব্যক্তি। এটাই যেন নিজের পায়ে নিজে কুড়াল মারা। এ ঘটনা ঘটেছে আমেরিকায়। এরইমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সম্প্রতি ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন প্রাক্তন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৬৭ লাখেরও বেশি বার। ভিডিওটি আপলোড করে তিনি লিখেছেন, ‘কাউকে তালগাছ কাটতে দেখেছেন?’
ভিডিওতে দেখা যাচ্ছে, একট দীর্ঘকায় তাল গাছের মাথায় বসে আছেন এক ব্যক্তি। তার পর চেনস (গাছ কাটার যন্ত্র) দিয়ে কাটতে লাগলেন সেটি। তবে কেটেছেন ডালের সামনের অংশ। এ ভাবে কাটতে কাটতে তালগাছটির সামনের অংশ বাদ দিয়ে দিলেন। নিজে গাছের আগার অংশ ধরে বসে থাকলেন। তখনই গাছটি এদিক থেকে ওদিক দুলতে লাগল। পরবর্তীতে লোকটি কি হয়েছিল, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
ভিডিও দেখতে ক্লিক করুন