সমাধান হয়নি বাংলাদেশ -শ্রীলঙ্কার টেস্ট সিরিজের ভবিষ্যৎ। উল্টো কোয়ারেন্টিনের শর্ত বিসিবি না মানলে দুই দলের টেস্ট সিরিজ স্থগিত হবে দেশটির গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা। লঙ্কান বোর্ডের এমন অপেশাদারি আচরণে বিরক্ত শাহরিয়ার নাফীস। তাই ক্রিকেট বোর্ডকে দ্রুতই ঘরোয়া লিগ শুরুর দাবি জানিয়েছেন তিনি।
করোনা মহামারীর মাঝে অন্য দেশগুলো যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। শ্রীলঙ্কা সেখানে ব্যক্তিক্রম। ১৪ দিনের কোয়ারেন্টিনের যে শর্ত জুড়ে দিয়েছে তারা। তা এক কথায় অবাস্তব। দুই সপ্তাহ হোটেল রুমে বন্দী থেকতে হবে বাধ্যতামূলক। রুমের বাইরে বেড় হতে পারবেন না ক্রিকেটাররা। কিন্তু, এই ১৪ দিনে বাংলাদেশের টিম হোটেলের মধ্যে যদি ক্রিকেটারদের জিম, সুইমিং পুলের ব্যবস্থায় আন্তরিক হতো লঙ্কানরা। তাহলে হয়তো সিরিজ টিম টিম করে জ্বলতে থাকা শলতেটা জ্বালিয়ে তুলতো বিসিবি। কিন্তু, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের অবস্থান থেকে এক চুলও নড়বে না। তাই বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ স্থগিত হবার অপেক্ষায়।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা বলেন, আমাদের নিজস্ব স্বাস্থ্যসেবার নিয়মকানুন রয়েছে এবং আশা করি অন্যান্য দেশও এই বাধ্যবাধকতা গুরুত্বের সাথে পালন করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের নির্ধারিত স্বাস্থ্যের নিয়মাবলি'র সাথে সম্মত না হয়। তবে, সিরিজটি স্থগিত করতে হবে।
এদিকে, লঙ্কান ক্রিকেট বোর্ডের এমন অপেশাদারি আচরণে বিরক্ত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। করোনার গ্রাসে গেলো মার্চ মাস থেকে ক্রিকেট গড়াইনি বাংলাদেশে। তাই লঙ্কা সিরিজ নয় আপাতত ঘরোয়া ক্রিকেট ফেরানোর জোরালো দাবি নাফীসের।
বাংলাদেশের ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কায় কীভাবে যাবে? কোয়ারেন্টিন কতদিন হবে? এটাতো আগেই সিদ্ধান্ত নিয়ে নেয়া উচিৎ ছিলো। আর বাংলাদেশ নিজ খরচে আগে গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলে সিরিজটা খেলতে চেয়েছিল। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের অবস্থানটা পরিষ্কার না করাতে ব্যাপারটা খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। শ্রীলঙ্কা সফর হোক বা না হোক ঘরোয়া ক্রিকেট যত তাড়াতাড়ি সম্ভব ফিরানো বলে আমি মনে করি।
লঙ্কান ক্রিকেট বোর্ডের শর্তগুলোর দড়ি টানাটানিতে এই ক্রিকেটারের মতো বিসিবি'ও ভেতরে ভেতরে খুবই বিরক্ত। দুই বোর্ডের সম্পর্কে তিক্ততা বেড়েছে। অথচ, লঙ্কান ক্রিকেট বোর্ডের পরম বন্ধুর ক্রিকেট বোর্ড। গেলো বছরে কলম্বোতে সন্ত্রাসী হামলার পর প্রথম দেশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল।