ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুরে মাজার-গামী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে কিশোরগঞ্জের ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানা যায়, ভোরে নরসিংদীর বেলাব থেকে মাজার জিয়ারতের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুর কল্লা শাহে্র মাজারে যাওয়ার পথে আশুগঞ্জ বাহাদুরপুরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে।
হাটিখাতা হাইওয়ে পুলিশের ওসি মো. মাহাবুব রহমান জানান, পথিমধ্যে চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাটিখাতা হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।