ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুরে ট্রেনে কাটা পড়ে সালেহা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-সিলেট রেলপথের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা উপজেলার নোয়াবাদী গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী। তিনি আজমপুর গ্রামের মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড থেকে সিলেটগামী বগি বিহীন একটি লাইট ইঞ্জিন (২৪১১) সকাল সাড়ে ১০ টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই বৃদ্ধা রেললাইন পারাপার করার সময় ট্রেন ইঞ্জিনের হর্নের আওয়াজ পেয়ে ভয়ে রেললাইন ধরে বসে পড়েন। এতে ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আজম সাংবাদিকদের জানান লাইট ইঞ্জিনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।