বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করা যেন অভ্যাসে পরিণত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। এ পর্যন্ত মোট ৪টি বাংলাদেশ সফর বাতিল করেছে অজিরা। কিন্তু, করোনার কারণে স্থগিত হওয়া সিরিজটিও পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে মেলাতে পারেনি বিসিবি। এমনটাই জানিয়েছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। এদিকে, টেস্টের বদলে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছরে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। আর এতেই সন্তুষ্ট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আসলেই নয় ছয় শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়ার। নানা তাল বাহানায় অতীতে অনেক দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০০৮ সালে টাইগারদের অস্ট্রেলিয়া সফরের কথা ছিলো। কিন্তু, ঐ সফরটিও বাতিল হয়। ২০১১ সালে বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে খেলে যায় মাইকেল ক্লার্কের দল।
২০১৬ যুবা বিশ্বকাপে নিরাপত্তার অযুহাতে অনূর্ধ্ব- দলকে পাঠাইনি তারা। অথচ সফল ভাবেই যুবা বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী ২টি টেস্ট আর তিনটি ওয়ানডে খেলতে আসবার কথা ছিলো তাসমান পাড়ের দলটির। কিন্তু, এখানে গড়িমসি। ঐ সিরিজ অর্থনৈতিক সংকট দেখিয়ে বাতিল করে অস্ট্রেলিয়া। পরবর্তীতে অবশ্য চলতি বছরে আইসিসি'র টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর নিশ্চিতই ছিলো ক্রিকেট অস্ট্রেলিয়ার। কিন্তু, বিধিবাম। এবারে করোনায় গিলে খায় সিরিজটি। তবে, মহামারীতে স্থগিত হওয়া সিরিজগুলোর ব্যাপারে অন্যদেশগুলোর সাথে আলোচনা করে সিরিজের সমাধান পাওয়া গেলেও, ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে টেবিলের আলোচনায় সমাধান খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড।
বিসিবি'র পরিচালক জালাল ইউনুস বলেন, করোনার কারণে এ সময়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সিডিউল মিলছে না। কিন্তু আমার আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। এটা যে হবে না তাও না, ভবিষ্যতে এটা হতেও পারে।
তবে, ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী বছরের আগস্টে বাংলাদেশে আসবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। আর এতেই তৃপ্তির ঢেকুর ক্রিকেট বোর্ডের।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, টেস্ট সিরিজ যেটা রয়েছে সেটা যখন আমার ফ্রি থাকবো তখন খেলতে পারবো।
টেস্ট খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে কম ৬টি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলেছে বাংলাদেশ। দেশের মাটিতে ৪টি আর একবারই অস্ট্রেলিয়ায় সফর দুটি টেস্ট খেলেছিলো টাইগাররা তাও আবার ১৭ বছর আগে।