ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৮৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত মরদেহটি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুল আলম জানায়, বৃদ্ধের নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।