চোর সন্দেহে ময়মনসিংহে নির্মম নির্যাতন করা হয়েছে দুই কিশোরকে। ময়মনসিংহ সদরের চর ভবানিপুর এলাকায় মোবাইল চোর সন্দেহে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে পেটানো হয় তাদের। আর এই নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ চর ভবানিপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় প্রভাবশালী গোলাম মোস্তফার নেতৃত্ব চলে এই নির্যাতন।
জানা যায়, গোলাম মোস্তফার মেয়ের মোবাইল চুরি হয় গত বুধবার। চোর সন্দেহে পরের দিন ভোরে ধরে আনা হয় এলাকার কিশোর ফয়জাল ও রাকিবকে।
নির্যাতনের ঘটনার সময় স্থানীয় ইউপি সদস্যসহ অনেকে উপস্থিত থাকলেও প্রতিবাদ করেননি কেউ। পরে চুরির অভিযোগে ফয়জালকে পুলিশের হাতে তুলে দেয় নির্যাতনকারীরা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযুক্ত চর ভবানীপুর এলাকার গোলাম মোস্তফা (৪৫) ও সফির উদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ওয়াজ উদ্দিনকেও আটকের জন্য অভিযান চলছে।