একটা কিংবা দুইটি সিরিজ দিয়ে কোন ক্রিকেটারকে মূল্যায়ন না করে তাকে প্রমাণের জন্য আরো সুযোগ দিতে চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে পেস বোলিং বিভাগ সমৃদ্ধ রেখেই দল ঘোষণার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহেই লঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করবে বোর্ড।
সর্বশেষ পাঁচটি সিরিজে বাংলাদেশে হয়ে ইনিংস উদ্বোধন করেছেন পাঁচজন ব্যাটসম্যান। তামিম, ইমরুল, সাদমান, সাঈফ ও সৌম্য। এক তামিম ছাড়া বাকি চার জনই অফ ফর্ম। তাই কেউই দলে হতে পারেননি দীর্ঘস্থায়ী। তামিমের সাথে যৌগ্য সঙ্গী পেতে নির্বাচকদের দৃস্টি অনেক আগে থেকেই। কিন্তু, কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি। শ্রীলঙ্কার সফরে তিনটি টেস্ট। কোভিড পরিস্থিতি মাথায় রেখে ২২ সদস্যের দল ঘোষণার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। তাই এবার এই টপ অর্ডাররা হয়তো পেতে যাচ্ছেন আরেকটা লাইফলাইন। আভাস প্রধান নির্বাচকের।
এ প্রসঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা চাচ্ছি সবাইকে একটা সুযোগ দিতে। প্রতিভা থাকলে আসলে সুযোগ দেয়া উচিত। তারা ভালো খেলতে পারলে সেটা দেশের জন্যেও ভালো।
এবার চোখ রাখা যাক বাংলাদেশে পেস অ্যাটাকে। সর্বশেষ পাঁচ টেস্টের মধ্যে নিয়মিত জুটি আবু জায়েদ রাহী ও ইবাদতের। চার টেস্টে ইবাদতের শিকার ৫টি আর সমান টেস্টে রাহী নিয়েছেন ১৩টি উইকেট। টেস্ট ক্রিকেটে ইবাদত ও রাহী জুটিতে আস্থাভাজন হয়ে উঠেছে। একটি করে টেস্ট খেলা আল আমিন-রুবেল হোসেনরাও সুযোগ পেয়ে ভূমিকা রেখেছেন। লঙ্কায় এবার তাই পেস অ্যাটাকে মনোযোগ নির্বাচকদের।
নান্নু আরো বলেন, আমরা কিছু বোলারকে টেস্টের জন্য রেডি করে রেখেছি। তাদেরকেই আমরা সুযোগ দিচ্ছি।
শ্রীলঙ্কা সফরে সমৃদ্ধ হবে বাংলাদেশের পেস অ্যাটাক। ঘোষিত বাংলাদেশ দলে যোগ জায়গা পেতে পারেন আরো দুই পেসার। সেক্ষেত্রে এগিয়ে আছেন তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।